
১৪ মে, রবিবার মাতৃদিবস (Mothers Day)। যিনি জন্ম দিয়েছেন, উষ্ণতা দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, সমস্ত বিপন্নতা থেকে রক্ষা করেছেন, করে চলেছেন আজ তাঁর দিন। তাই এই বিশেষ দিনে আবেগী হয়েছে নেট দুনিয়া। অনেকেই নিজের মায়ের সঙ্গে, কেউ বা শাশুড়ি মায়ের সঙ্গে, আবার অনেকে সন্তানকে পেয়ে মাতৃত্ব যাপনের ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেই তালিকা থেকে বাদ যাননি তারকারা। স্পোর্টস তারকা বিরাটও (Virat Kohli) এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি, নিজের মা-স্ত্রী এবং শাশুড়ি মা'কে।
নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেছেন বিরাট। প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা এবং তাঁদের কন্যা সন্তান ভামিকার না দেখা একটি ছবি। কোনও একটি খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা, কোলে ছোট্ট ভামিকাকে আগলে রয়েছেন এক হাতে।
বিরাটের শেয়ার করা পরের ছবিতে এক ফ্রেমে বিরাটের মা সরোজ কোহলি এবং তাঁর শাশুড়ি মা অসীমা শর্মার ছবি। পারিবারিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন দুই বেয়ান, মুখে ঝলমলে হাসি। তাঁরা যখন একসঙ্গে নাচ করতে ব্যস্ত, তখনই মুহূর্তবন্দী হয়েছে ফ্রেমটি।
তিন নম্বর ছবিটিতে দুটি ছবির কোলাজ। একদিকে নিজের মায়ের সঙ্গে বিরাট, অন্যদিকে অনুষ্কার সঙ্গে তাঁর মা। নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ তিন মা'কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি মাদার্স ডে'।