
ভারতের পেস আক্রমণ কতটা শক্তিশালী। এশিয়া কাপের ফাইনাল যেন তারই উদাহরণ। ঘরের মাঠে বিশ্বকাপে নামার আগে, সিরাজের এই পারফরম্যান্স চিন্তা বাড়িয়ে দিল অন্য দলের। মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে বাক্সবন্দি করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। এই ম্যাচেই তৈরি হল একাধিক রেকর্ড।
ওয়ানডে ক্রিকেটে কোনও প্রতিযোগিতার ফাইনালে এটাই সবথেকে কম রানের ইনিংস। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল ভারতেরই দখলে। ২০০০ সালে শারজায় এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এবার এশিয়া কাপের ফাইনালে সর্বনিম্ন স্কোর শ্রীলঙ্কার নামে।
২০১২ সালে ওয়ানডে ক্রিকেটে এর থেকেও কম রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সেবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪৩ রানে শেষ হয়ে যায় তাঁদের ইনিংস। এবার ৫০ রান তুলতে পেরেছিলেন শনাকারা।