
গত বছরেই বিবাহবিচ্ছেদ ঘটেছে শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়ের। আর এর মধ্যেই শিখর ধাওয়ানের ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী আয়েশার। এই অভিযোগ তুলে আদালতের কাছে আবেদন শিখরের। ভারতীয় ক্রিকেটার আদালতে জানিয়েছেন, 'তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী যাতে কুৎসা না ছড়াতে পারে সে বিষয়ে নির্দেশ দিতে হবে। বিচ্ছেদের পর থেকেই তাঁর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছেন প্রবাসি বাঙালী তথা প্রাক্তন স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়।'
দিল্লির পাটিয়ালা হাউস আদালতে শিখরের আরও অভিযোগ, আয়েশা তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এতে তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিখর। দলের মধ্যেও শিখরের নামে কুৎসা রটিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী। শিখরের আবেদনে সাড়া দিয়ে দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার বলেন,‘আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এভাবে কারও সম্মানহানি করা যায় না।’
শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তাঁকে না দেখা গেলেও কিছুদিন পরে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে শিখরকে।