
ভারত-পাকিস্তানের যে কোনও খেলাই হাইভোল্টেজ ম্যাচ| দু দেশের ক্রীড়াপ্রেমীদের একটাই চাহিদা, দেশ যেন জেতে| রবিবারও তার ব্যতিক্রম হয়নি| সকাল থেকে তেরঙ্গা পতাকায় দেওয়াল ঢেকে দেওয়া হয়েছিল ভারতের বিভিন্ন প্রান্তের মতো বাংলা তথা কলকাতায়| উত্তেজনায় ভরপুর ছিল আম বাঙালিও, ভুলে গিয়েছিল রাজনীতির রেষারেষি| খেলা তো ভারতে নয়, সুদূর দুবাইতে, যেখানে কিছুদিন আগেই শেষ হয়েছে আইপিএল টুর্নামেন্ট। কাজেই ভারতীয় ক্রিকেটাররা অনেকটাই অভ্যস্ত ছিলেন স্থানীয় আবহাওয়া এবং উইকেটের অবস্থান নিয়ে|
ঘড়ির কাঁটায় সাড়ে ৭ টা বাজতেই শুরু খেলা| টসে হেরে প্রথমে ব্যাট করতে নামল ভারত| শুরুতেই বিপর্যয়| পরপর আউট হলেন রোহিত শর্মা এবং কে রাহুল| পাক বোলার আফ্রিদি কামাল করলেন দুটি মূল্যবান উইকেট নিয়ে| আসলেন অধিনায়ক কোহলি | ধরে খেলতে শুরু করলেন, কিন্তু তারপরই তৃতীয় উইকেটের পতন| এবারে এলেন ঋষভ পন্থ| কোহলি-পন্থ জুটি ধরে খেলে ১০ ওভারে ৬০ রান অর্থাৎ ৬ এর অ্যাভারেজ | ফের পরপর পন্থ সহ আরও উইকেট পতন | শেষ পর্যন্ত ভারতকে ১৫১ রানে থামতে হল| এই মাঠে যা খুব খারাপ নয়, আবার খুব ভালোও নয়| কোহলি অনেকদিন বাদে ভালো ব্যাট করে ৫০এর বেশি রান তুললেন|
কিন্তু তারপরই চমক পাক অধিনায়ক বাবর আজম এবং রিজোয়ান। ধীরেসুস্থে ১৭ ওভারেই রান তুলে দিলেন| দেখা গেল, প্রতি ওভারে একটি বড় হিট এবং বাকি খুচরো রানেই ভারতের ইতি | রবিবার সম্পূর্ণ ব্যর্থ বোলাররা | ব্যাটসম্যানদের মধ্যে কোহলি এবং পন্থ ছাড়া কারও ব্যাটেই রান আসেনি|
এরপর শুরু কাটাছেঁড়া| দোষ কার ? প্রথমত এই পাক দল সম্বন্ধে ভারতের কোনও ধারণাই নেই| বহুদিন ভারত-পাকিস্তান ম্যাচ হয়নি এবং কোনও এক অজানা কারণে পাক দলের কাউকে ভারতের আইপিএলে নেওয়া হয়নি| দলটি আগের স্ট্র্যাটেজি ঝেড়ে ফেলে নতুন তারুণ্যদের দল গঠন করেছে| পাকিস্তানের ফিল্ডিং বরাবরই খারাপ ছিল। কিন্তু এই নতুন দলটিতে ১১ জন খেলোয়াড়ই প্রভূত উন্নতি করেছে| ভারতের প্রায় ১৫ রান আটকেছে ফিল্ডিংয়ে| স্পিনিং ট্রাক হওয়া সত্ত্বেও অশ্বিনকে দলের বাইরে রাখা হয়েছে| কোহলির পছন্দের ব্যাটসম্যান-বোলাররা সম্পূর্ণ ব্যর্থ| এবার ভাবার পালা।