
সি...রাজই রাজা
বৃষ্টির জন্য দেরি হলেও খেলার শুরুতেই সিরাজের কাছে হার মেনে নেয় শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ।
এশিয়া কাপের ফাইনালে রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ১ ওভারে নিলেন ৪ উইকেট।
ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে এই সাফল্য পান সিরাজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের প্রথম স্পেলেই ৫ উইকেট তুলে নিয়েছেন সিরাজ। মোট ৭ ওভারে ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি।
সিরাজই যেন কলম্বোয় রাজত্ব করলেন।
এশিয়া সেরা যেমন ভারত, তেমনই বিশ্ব সেরা যেন মহম্মদ সিরাজ।