
ফাইনালে এমন ম্যাচ হয়তো আগে দেখা যায়নি এবার তাই দেখল গোটা ক্রিকেট দুনিয়া। কথা বলছি ভারত বনাম শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনাল খেলা নিয়ে। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে বড় ধাক্কা পায়। শ্রীলঙ্কা ৫০ রানে সকল উইকেট হারায়। কুশল মেন্ডিস ও দূষণ হেমন্ত ছাড়া কেউই রানে দুই অংক বেরোতে পারেনি।
প্রথমে ব্যাট করতে নামে কুশল মেন্ডেস ৩৪ বলে ১৭ রান ও দূষণ হেমন্ত পনেরো বলে ১৩ রান করে। এছাড়া আশালঙ্কা, পাথিরানা, দলের অধিনায়ক দশুন শঙ্কা, সাদিরা, কুশল পেরেরা দলের ৫ টি খেলোয়াড় শূন্য রানে ঘরে ফেরে। ভারতের পক্ষে সিরাজ ৬ উইকেট, পান্ডিয়া ৩ উইকেট, ও বুমরা ১ টি উইকেট পায়। ভারতকে এখন জিততে হলে ৫০ ওভারে ৫১ রান করতে হবে।
তবে শ্রীলঙ্কার এর আগেও এমন ভরাডুবি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ২০১২ সালে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল।