
কল্যাণী স্টেডিয়ামে কলকাতা ডার্বিতে নাটকীয় প্রত্যাবর্তন মহমেডানের (Mahamedan)। মোহনবাগানের বিরুদ্ধে ২-২ গোলে শেষ হল ম্যাচ। ড্র করেও সুপার সিক্সে যোগ্যতা অর্জন করে গেল মোহনবাগান (MohunBagan)। কিন্তু শেষ মুহূর্তে গোল কাঁটা হয়ে থেকে গেল সবুজ-মেরুনের।
প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল মহমেডান। রেমসানগার গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে গোল করে সমতা ফেরান মোহনবাগানের কিয়ান নাসিরি। ৮০ মিনিটে দ্বিতীয় গোল আসে। গোল করেন টাইসন সিং। ২-১ গোলে এগিয়ে যায় বাগান। রেফারির শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে ফৈয়জের গোলে সমতা ফেরায় সাদা-কালো ব্রিগেড।
কলকাতা লিগে ডায়মন্ডহারবার এফসির সঙ্গেই শুধু ম্যাচ বাকি মোহনবাগানের। এই ম্যাচ ড্র করেও সুপার সিক্সে যোগ্যতা অর্জন করল সবুজ-মেরুন ব্রিগেড। আগেই সুপার সিক্সে উঠে গেছে ইস্টবেঙ্গলও।