
মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগে চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব। ৮৫ বছর পর লিগ জয়ের হ্যাটট্রিক করল সাদা কালো ব্রিগেড। মহমেডানের হয়ে গোল করলেন রেমসাঙ্গা, ডেভিড লালানসাঙ্গা। সুপার সিক্সে শেষ ম্যাচেই লিগ জয় নিশ্চিত করে ফেলল সাদা-কালো ব্রিগেড। এই নিয়ে ১৪ বার কলকাতা লিগ জিতল তাঁরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ করে মহমেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগানের ডিফেন্সের অবস্থা তখন বেশ খারাপ। ১২ মিনিটের মাথায় গোললাইন সেভ করেন মোহনবাগানের ডিফেন্ডার। পরের মিনিটেই গোল খায় মোহনবাগান। লালরেমসাঙ্গা গোল করেন। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ডেভিড।
১৯৩৪-১৯৩৮, টানা পাঁচবছর কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং। ৮৫ বছর পর কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করল মহমেডান।