
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) ফাইনালে প্রথম দিনের খেলা শেষ। শুরুতে উইকেট হারালেও ভারসাম্য সামলে নিল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের অনবদ্য পার্টনারশিপ। ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করল অস্ট্রেলিয়া। হেড করে ১৪৬ রান। স্টিভ স্মিথ করে ৯৫ রান। অপরাজিত হয়ে দু'জনই ক্রিজে রয়েছেন।
বুধবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম থেকে বাদ পড়েন রবিচন্দ্রন অশ্বিন ও ইশান কিষাণ। চার পেসার নিয়ে খেলতে নামেন রোহিত। শুরুতে উসমান খোয়াজাকে ফেরান মহম্মদ সিরাজ। শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ফেরেন ডেভিড ওয়ার্নারও। শামির ডেলিভারিতে ফেরেন লাবুশান। কিন্তু এরপরই মারকাটারি ব্যাটিং ট্রেভিস হেডের। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন স্মিথ। প্রথম দিন আর এই পার্টনারশিপ ভাঙতে পারেনি ভারত।
ওভালের পিচে প্রথম দিনই ব্যাটিং সাফল্য অস্ট্রেলিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার অশ্বিনকে বাইরে রেখে মাঠে নামা কতটা ভুল, তা যেন প্রথম দিনের শেষে টের পেলেন রোহিতরা। অধিনায়কের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
আইপিএলের ক্লান্তি যে ভারতীয় ক্রিকেটারদের কাটেনি, তা যেন সাফ দেখা গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ম্যাচেই। ওভালের এই পিচে যেভাবে ব্যাট করল অস্ট্রেলিয়া, তা কোনও ভাবেই বোলিং সহায়ক উইকেট নয়। টিমে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে জাদেজাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে টিমে শার্দুল বাদে ছিলেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। এই পিচে অশ্বিন থাকলে, অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলা যেত। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।