
কলকাতায় (Kolkata) আসছেন ফুটবল (Football) বিশ্বের অন্যতম তারকা এমি মার্টিনেজ (Emi Martinez)। এমিলিয়ানো মার্টিনেজ নামটা গোটা জীবন মনে থাকবে গোটা পৃথিবীর ফুটবল প্রেমী ও আর্জেন্টাইন ভক্তদের। মেসির বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অধিকাংশটাই এমি মার্টিনেজের। এবার এই আর্জেন্টাইন তারমা এমি মার্টিনেজ কলকাতায় আসছেন জুলাই মাসের ৪ তারিখ। সূত্রের খবর, ২ দিনের জন্য শহরে আসছেন তিনি। কলকাতায় তিনি মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচও খেলবেন ও সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বলে সূত্রের খবর। সূত্রের খবর, ৪ তারিখ মোহনবাগান ক্লাবে আসার এই তথ্য ফেসবুক মাধ্যমে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষই জানিয়েছে।
মেসির বিশ্বকাপ জয়ের রাত ভোলেননি কোনো ফুটবলপ্রেমী, সঙ্গে ভোলেননি এমনি মার্টিনেজের ওই বিখ্যাত সেভগুলি। এক কথায় বলা চলে মার্টিনেজর গ্লাভস না থাকলে হয়তো বিশ্বকাপ অধরাই থাকতো লিওনেল মেসির। এবার শহরের অর্থাৎ কলকাতার এক ক্রিয়া উদ্যোগপতি শতদ্রু দত্তের প্রচেষ্টায় কলকাতায় আসছেন আর্জেন্টাইনদের 'হ্যান্ডস অফ গড' এমি মার্টিনেজ। ওই ক্রিয়া উদ্যোগ প্রতি শতদ্রু দত্ত বলেন, 'মার্টিনেজকে দেখবার জন্য উদ্বিগ্ন কলকাতা তথা শহরবাসী।' এর আগে শতদ্রুর প্রচেষ্টায় কলকাতায় এসেছিলেন মারাদোনা ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুও।
এছাড়া শতদ্রু সিএন ডিজিটালকে আরও জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় শহরে থাকলে তার সঙ্গেও একটা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। মারাদোনার স্মরণে অনুষ্ঠান করার কথা, সেখানেও হাজির থাকবেন এমি। রিষড়াতেও আসবে বন্ধু বিকাশ সিংয়ের স্মরণে। কলকাতায় চ্যারিটির কিছু কর্মসূচিতে যোগ দেবেন মার্টিনেজ। সবচেয়ে বড় কথা, মোহনবাগানেও পা রাখবেন আর্জেন্টাইন তারকা। সেই পরিকল্পনা সাজাচ্ছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এছাড়াও এক চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্টিনেজ। আর স্পনসরের অনুষ্ঠান ছাড়া জুলাইতে এলে বাংলাদেশ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে যা হবে ২ দিনের মধ্যেই।