
চর্চিত তারকা দম্পতি বিরাট-অনুষ্কা (Virat-Anushka)। তাঁদের প্রেম-ভালোবাসার প্রথম থেকেই চর্চার কেন্দ্রে। তাঁদের মধ্যকার সেই ভালোবাসার বন্ধন একাধিকবার ধরাও পড়ে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই তাঁদের এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে আইপিএল-এর সময় মাঠ থেকেই বিরাট তাঁর স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস দিচ্ছেন, আর তার প্রত্যক্ষদর্শী দেশ। এবারে তাঁদের আরও একটি মিষ্টি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা খোশমেজাজে জিমে নাচছেন। কিন্তু হঠাৎই বিরাটের পায়ে ব্য়থা, যা দেখে বিরুষ্কার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্কা ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ডান্স পে চান্স।' ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিরাট-অনুষ্কা জিমের মধ্যে বেশ খোশমেজাজে এন্ট্রি নিচ্ছেন। এরপরেই একটি পঞ্জাবি গানে অনুষ্কার সঙ্গে পা মেলাতে শুরু করেন বিরাটও। কিন্তু হঠাৎই বিরাট পা ধরে নাচতে গিয়ে তাঁর পায়ে চোট লাগে। যার ফলে ভিডিও থেকে বাইরে বেরিয়ে যান। কিন্তু বিরাটের এই অবস্থায় তাঁকে না ধরে অনুষ্কা হাসতে হাসতে গড়িয়ে পড়েন। তবে বিরাটকে দেখে এমন মনে হয়নি যে, তিনি গুরুতর চোট পেয়েছেন। কিন্তু অনুষ্কার এমন ব্যবহার ভালোভাবে নেয়নি বিরাট ভক্তরা। তাঁর অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করে কমেন্টে বলেছেন, 'আইপিএল চলছে, চোট পাননি তো।' অন্য একজন বলছেন, 'ট্রফি জিততে হবে, সাবধানে থাকুন।'