
৩০ সেপ্টেম্বর ১টি কেন্দ্র ভবানীপুর এবং ২ টি নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথে খুশি তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মী নেতারা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী এবারে কোনও এলাকা থেকে নির্বাসিত নন ফলে ভবানীপুর কেন্দ্রে ভোট হওয়াটা জরুরি ছিল । কমিশনকে ধন্যবাদ জানালেন সাংসদ সৌগত রায় এবং মন্ত্রী ববি হাকিম । ববি অবশ্য সবকটি আসনেই ভোট চেয়েছিলেন, তিনি জানান, এটা মোটেই কাম্য নয় যে নির্বাচন কমিশনার কেন্দ্রের হাতের মোহরা হোক ।
তবে বিধিনিষেধ রয়েছে অনেক, যথা স্ট্রিট কর্নার করতে গেলে বেশি লোকসমাগম করা চলবে না, বাড়ি বাড়ি প্রচার করতে গেলে ৫ জনের বেশি লোক হওয়া চলবে না । ইনডোর সভা করলে হলের ৩০ শতাংশের বেশি লোকসমাগম করা চলবে না । সবশেষে ভোটের ফল বেরোবার পর বিজয় মিছিল করা চলবে না ইত্যাদি । অবশ্য তৃণমূল সদস্যরা এসবের পরোয়া করছে না কারণ তাঁদের বক্তব্য বিশাল ভোটে 'দিদি' সহ বাকি সবাই জিতে আসবে । যদিও বিগত ভবানীপুর কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ অখুশি এই ঘোষণায় ।