
কলকাতাঃ তিন কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করল দল। ভবানীপুরে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শনিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বাকি দুটি কেন্দ্রের নাম ঘোষণা করল শাসক দল। এবার জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং সামশেরগঞ্জের প্রার্থী করা হল আমিরুল ইসলামকে।
শনিবার রাজ্যে উপ-নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। তিনটি কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা ৩ অক্টোবর।
গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গত ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া বিধানসভা ভোটের আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুর এই দুই কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে প্রার্থী হয়েছিলেন জাকির হোসেন। কিন্তু ভোটের আগে নিমতিতায় প্রবল বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন ছিলেন হাসপাতালে।