
কলকাতাঃ পেট্রল, ডিজেলের পাশাপাশি লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। বুধবার একলাফে ২৫ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম।
তারফলে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম হয়েছে ৯১১ টাকা। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে বিগত আট মাসে গ্যাসের সিলিন্ডারের দাম দফায় দফায় বেড়েছে ২৯০ টাকা।
এদিকে রান্নার গ্যাসের পাশাপাশি এদিন বেড়েছে রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক সিলিন্ডারের দামও। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৭৩.৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৭০.৫০ টাকা।
এই পরিস্থিতিতে বুধবার সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন,,"এটা মেনে নেওয়া যায় না। ক্ষমার অযোগ্য এটা। তাই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, যাতে জনস্বার্থে তিনি দ্রুত ব্যবস্থা নেন। এবং জ্বালানির দাম এখনি কমান।”
পাশাপাশি একটি পোস্টার শেয়ার করেছেন তিনি। যেখানে লেখা, “শেম অন বিজেপি গভরনমেন্ট” অর্থাৎ বিজেপি সরকারের লজ্জা হওয়া উচিত।