
কলকাতাঃ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এখান থেকেই লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য উত্তরবঙ্গ সফর বাতিল করলেন তিনি।
আগামিকাল ৫ সেপ্টেম্বর তাঁর উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর৷ কিন্তু সেই সফর বাতিল হল।নবান্ন সূত্রে খবর, ভোটের আগে আর সরকারি অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দিতে চান না মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেকারণেই তড়িঘড়ি উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন তিনি।
উত্তরবঙ্গ সফরের কর্মসূচিতে যা ছিল,তা হল আগামীকাল মুখ্যমন্ত্রী শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি পশ্চিমবঙ্গের শাখাসচিব উত্তরকন্যায় পৌঁছানোর কথা ছিল। তারপর রাতে প্রতিটি শালা কন্যাশ্রীতে রাত্রি যাপন। পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর উত্তরকন্যা প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। এছাড়া আরও বেশ কিছু কর্মসূচি ছিল তার।