
৩১ অগাস্ট শেষ তারিখ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের । সেই মতো সারাদেশে আটকে থাকা উপনির্বাচন নিয়ে এবারে স্বয়ং নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আজ বৈঠক ডাকলেন বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে । এই বৈঠক হবে ভার্চুয়ালি । পশ্চিমবঙ্গ আসাম সহ বিভিন্ন রাজ্যের মুখ্যসচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন । তৃণমূলের বক্তব্য পরিষ্কার তারা জানিয়েছে, সেপ্টেম্বর শেষ হলেই উৎসবের মরশুম শুরু হবে কাজেই নভেম্বৰের ৫ এর মধ্যে ভোট করতে গেলে এখনই তার প্রস্তুতি নিতে হবে । অবশ্য বিরোধী বিজেপি এই করোনা পরিস্থিতিতে ভোট চাইছে না যদিও দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর বিরোধিতার মধ্যে ফারাক রয়েছে ।
গুঞ্জনে, শুভেন্দু নাকি ভোট চাইছেন না শুধুমাত্র মমতাকে বিপাকে ফেলার জন্য তিনি নাকি ভোট পিছিয়ে দিতে চাইছেন । কারণ সময়ে মতো ভোট না হলে সময় সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে । অবশ্য বর্তমানে বিজেপির যা অবস্থান তাতে তাদের কাছে ৭টি আসনের কোনওটাই জেতার অবস্থায় নেই বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের । দেখার বিষয় সুশীল চন্দ্র কি পদক্ষেপ নেন ।