
যাঁরা মদ্যপান করেন, তাঁরা মহাপাপী। বুধবার এই মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar on alochol)। সম্প্রতি বিষমদ পান (Hooch Tragedy) করে মৃত্যুর ঘটনায় বারবার শিরোনামে এসেছে বিহার। সেই রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ হলেও, কীভাবে বিষমদে মৃত্যুর ঘটনা? সেই প্রশ্ন তুলে রাজ্যের জেডিইউ-বিজেপি জোট সরকারকে বিঁধেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করে নীতীশ কুমার বলেন, 'যাঁরা মদ্যপান করেন তাঁদের আমি ভারতীয় মনে করি না। তাঁরা মহাপাপী।' বিষমদে মৃতদের পরিবারকে কোনওপ্রকার আর্থিক সাহায্য করবে না সরকার। এভাবেও হুঁশিয়ারি দেন তিনি।
शराब पीने वाले @NitishKumar के अनुसार हिंदुस्तानी नहीं और वो महापापी और महाअयोग्य और उनके लिए कोई सहानुभूति नहीं @ndtvindia @Anurag_Dwary pic.twitter.com/bfTB4YU28w
— manish (@manishndtv) March 31, 2022
তাঁর মন্তব্য, 'মদ্য পান ক্ষতিকারক জেনেও তাঁরা পান করেন। ফলে এই দায় সম্পূর্ণ তাঁদের, সরকারের নয়।' উল্লেখ্য, প্রথমবার মদ পান আইনত অপরাধ, এই বিধিকে শিথিল করতে বুধবার বিহার বিধানসভায় বিল পাশ হয়েছে। সেই সময়েই এই মন্তব্য করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।
বুধবার পাশ হওয়া সংশোধিত আইনে প্রথমবার মদ খেয়ে ধরা পড়লে অভিযুক্ত জামিন পাবেন। অবশ্যই ম্যাজিস্ট্রেটকে জরিমানা দিয়ে জামিন নিতে হবে। কিন্তু জরিমানার অর্থ দিতে না পারলে একমাস জেলে থাকতে হবে তাঁকে।
উল্লেখ্য, গত বছর প্রথম ছয় মাসে বিষমদ-কাণ্ডে বিহারে প্রায় ৬০ জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই ঘরে-বাইরে চাপে আছেন বিহারের মুখ্যমন্ত্রী।