
উত্তর-পূর্ব ভারতের আফস্পার আওতাভুক্ত এলাকার সীমা কমাল মোদী সরকার। বৃহস্পতিবার জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগাল্যান্ড, মণিপুর এবং অসমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০ বছর পর আফস্পার অন্তর্ভুক্ত এলাকার ভৌগোলিক সীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্বকে কুর্নিশ জানান অমিত শাহ।
তিনি বলেছেন, 'আইনশৃঙ্খলার উন্নতি, উন্নয়নের জোয়ার, সন্ত্রাসবাদ রোধে একাধিক চুক্তির উপর ভর করে উত্তর-পূর্বে শান্তি ফিরেছে।' এই সাফল্যের জন্য উত্তর-পূর্বের নাগরিকদের অভিনন্দন জানিয়ে কেন্দ্রের পূর্বতন কংগ্রেস সরকারকে খোঁচা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লিখেছেন, আগে দশকের পর দশক ধরে এই এলাকা বঞ্চিত ছিল। কিন্তু বর্তমানে শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের পথে হাঁটছে।'
স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র মারফৎ সংবাদ সংস্থা পিটিআই জানতে পেরেছে, উত্তর-পূর্ব থেকে পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না আফস্পা। বরং জায়গা কমিয়ে ওই তিন রাজ্যের কিছু জায়গায় বলবৎ থাকবে।
আফস্পা আদতে দেশের সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছে। আফস্পা অধ্যুষিত এলাকায় বাহিনী ওয়ারেন্ট ছাড়াই অভিযান, তল্লাশি এবং গ্রেফতার করতে পারবে। কোনওভাবে অভিযান ব্যর্থ হলে আফস্পার অধীনে বাহিনী বিশেষ ছাড়ও পাবে। উপদ্রুত অঞ্চলে জঙ্গি মোকাবিলায় এই আইন কেন্দ্রের তরফে সেনা এবং আধা সেনাকে সাহায্য করতে কার্যকর।