
লটারি কাটার শখ তাঁর বহুদিনের।কিন্তু কখনোই শিকে ছেঁড়েনি ভাগ্যের।তাই অভ্যাস বশেই রবিবার বাজার করতে গিয়ে পাড়ার দোকান থেকেই কেটে আনেন লটারির টিকিট।এদিকে সকাল গড়িয়ে সবে বিকেল অমনি তাঁর জেতার খবর প্রকাশিত সংবাদপত্রে। জিতে যাওয়া টাকার সংখ্যাটাও বেশ অবাক করারই মত।এক নয়,দুই নয়,কড়করে বারো কোটি টাকা লটারিতে জিতলেন কেরালার কোট্টায়ামের বাসিন্দা সদানন্দ। পেশায় বাড়ি বাড়ি রঙ-এর কাজ করেন। দীর্ঘ ৫০ বছর ধরে রঙের কাজ করে আর্থিক অবস্থা কোনদিনই খুব স্বচ্ছল ছিল না সদানন্দ বাবুর। রবিবার বিকেলে এতো টাকা জেতার পরে নিজেই বিশ্বাস করতে পারেননি তিনি।
সদানন্দ বাবু জানিয়েছেন, "রবিবার মাংস কিনতে গিয়ে পাড়ার বাজারের লটারির দোকানে খুচরো করাতে গিয়ে লটারির টিকিট কাটি। বিকেলে যখন জেতার খবরটা পেলাম তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারিনি।"
বারো কোটি টাকা জেতার পরে স্বভাবতই খুশির বন্যা সদানন্দের পরিবারে। খুশির আনন্দে ভাসছেন তাঁর দুই পুত্র এবং স্ত্রী। তবে অভাবের পরিবার তাই কিছু ভবিষ্যৎ পরিকল্পনাও সদানন্দবাবু এই লটারির টাকা নিয়ে করে রেখেছেন। পরিবারের ধার মেটানো,নতুন বাড়ি কেনার পরিকল্পনা সব কিছুই সংবাদমাধ্যমকে জানিয়েছেন সদানন্দ।
তবে ভবিষ্যৎ পরিকল্পনা যাই থাকুক না কেন ,আপাতত লটারি জেতার আনন্দ উপভোগ করতে ব্যস্ত সদানন্দের পরিবার।