
দিল্লি সফররত রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪০ মিনিট দ্বিপাক্ষিক একাধিক বিষয়ে আলোচনা করেন তাঁরা। এই বৈঠকের পর রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ শুক্রবার সন্ধ্যায় বলেন, 'পূর্ব ইউরোপে শান্তি ফেরাতে যেকোনওভাবে অবদান রাখতে প্রস্তুত ভারত।' জানা গিয়েছে, রাশিয়ার সঙ্গ একাধিক ভাবে ভারতের উপর চাপ তৈরি হয়েছে। সেই আবহে এদিন ব্যক্তিগত ভাবে লাভরভের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। যদিও সাম্প্রতিক কালে ভারত সফররত ইউকে, চিন, অস্ট্রিয়া, গ্রিস কিংবা মেক্সিকো, কোনও দেশের মন্ত্রী বা সচিবের সঙ্গে একান্ত বৈঠক করেননি মোদী।
প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জারি বিবৃতিতে বলা, অবিলম্বে হিংসা বন্ধে পদক্ষেপ নিতে রাশিয়াকে আবেদন জানান প্রধানমন্ত্রী। এমনকি চাইলে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে পারে ভারত। এই ইঙ্গিত পুতিন মন্ত্রিসভার বিদেশমন্ত্রীকে দিয়েছেন নরেন্দ্র মোদী। এই ব্যাপারে সম্প্রতি বিশ্বের অন্য দেশের সঙ্গে কথা বলেছে বিদেশ মন্ত্রক। সেই প্রসঙ্গের উল্লেখ রয়েছে পিএমও-র বিবৃতিতে।
এদিকে, ভারত সফরকালে দিল্লির স্বাধীন বিদেশনীতির প্রশংসায় পঞ্চমুখ লাভরভ। ভারত যদি রাশিয়া থেকে কোনও পণ্য রফতানি করতে চায় রাশিয়া আলোচনায় প্রস্তুত। এই মন্তব্যও করেছেন রুশ বিদেশমন্ত্রী।
এদিন তিনি পূর্ব ইউরোপে শান্তি ফেরানো প্রসঙ্গে ভারতের মধ্যস্থতা নিয়ে লাভরভের বার্তা, 'দিল্লি আমাদের শরিক, গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল রাষ্ট্র। পশ্চিমের দেশগুলো ইউক্রেনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু ভারত শান্তি প্রক্রিয়ার অংশ হতেই পারে।'