
হিন্দু বিবাহ আইনে (Hindu Marraige Act বলা আছে, বিচ্ছেদে স্বামী বা স্ত্রী, যে কেউ খোরপোশ দাবি করতে পারেন। তাই প্রাক্তন স্বামীকে খোরপোশ (Alimony to Ex-Husband) দেবেন মহিলা। সম্প্রতি এই যুগান্তকারী রায় দিয়েছে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। পেশায় শিক্ষিকা ওই মহিলাকে ২০১৭ সালে তাঁর প্রাক্তন স্বামীকে মাসপিছু ১৫ হাজার টাকা খোরপোশ দিতে নির্দেশ পাঠায় মহারাষ্ট্রের এক নিম্ন আদালত। কিন্তু সেই নির্দেশ খাতায়-কলমে থেকে গিয়েছে। তাই বাধ্য হয়ে ওই মহিলার প্রাক্তন স্বামী হাইকোর্টে দ্বারস্থ হলে, বম্বে হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশেই সিলমোহর বসায়।
১৯৯২ সালে বিয়ের ঠিক ২৩ বছরে ২০১৫ সালে বিচ্ছেদ হয়েছে এই দম্পতির। তারপর প্রায় দুই বছর খোরপোশের মামলা চলেছিল। মহিলার প্রাক্তন স্বামীর দাবি ছিল, তাঁর কোনও রোজগার নেই। তাই তাঁকে ১৫ হাজার টাকা খোরপোশ দিতে হবে। এমনকি, স্ত্রীকে উচ্চশিক্ষার জন্য অনুপ্রাণিত করেছেন তিনি। স্ত্রী যাতে কাজ করতে পারেন, তাই সংসার-সন্তান সামলেছেন তিনি।
কিন্তু মহিলা পাল্টা জানিয়েছিল, স্বামী বেকার, এই দাবি সঠিক নয়। স্বামীর একটি মুদির দোকান রয়েছে, পাশাপাশি অটোরিকশা ভাড়া খাটিয়ে উপার্জন করেন তিনি। আর বিচ্ছেদের পর সন্তানের সব দায়িত্ব তাঁকেই নিতে হয়েছে। কিন্তু এই সওয়াল-জবাবেও সন্তুষ্ট ছিল না ঔরঙ্গাবাদের এক আদালত। প্রাক্তন স্বামীকে ১৫ হাজার টাকা দিতে নির্দেশ দেয় নিম্ন আদালত। এদিকে, সেই রায় বহাল রেখে হাইকোর্ট জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ১৫ হাজার টাকা মাসিক খোরপোশ নিয়ে সিদ্ধান্ত হচ্ছে, ততদিন মাসিক ৩ হাজার প্রাক্তন স্বামীকে খোরপোশ দেবেন ওই মহিলা।