
নয়াদিল্লি: পিএফে ৮.৫ শতাংশ হারে সুদ দিতে সবুজ সঙ্কেত দিয়েছে অর্থমন্ত্রক। গত শনিবার ওই সম্মতি মেলার পরই পরবর্তী পদক্ষেপ শুরু করেছে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও)। তার ফলে দীপাবলির আগেই প্রভিডেন্ট ফান্ড (পিএফ) গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা পড়তে পারে। ফলে দীর্ঘদিন যাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁরা এই ঘোষণায় যথেষ্ট খুশি।
অর্থমন্ত্রক সম্প্রতি ২০২০-২১ আর্থিক বছরের জন্য পিএফ গ্রাহকদের ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে প্রায় ২৫ কোটি পিএফ গ্রাহক উপকৃত হবেন। যদিও এর আগে গত মার্চ মাসে ইপিএফের সুদ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তার প্রায় সাত মাস পরে সুদ জমা করার বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।
উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবর্ষে পিএফ-এর সুদ ছিল ৮.৭৫ শতাংশ। ২০১৫-১৬ অর্থবর্ষে ৮.৮০ হারে সর্বোচ্চ সুদ দেওয়া হয়। তারপর ক্রমশ সুদের হার কমতে থাকে। ২০১৯-২০ অর্থবর্ষে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এবছরও অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে অপরিবর্তিত রইল সুদের হার।
অতিমারীর জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। এঁদের মধ্যে আবার অনেকেই পিএফ-এ জমানো টাকা তুলে নিতে বাধ্য হয়েছেন। ফলে পিএফে সুদের হার কত হবে, তা নিয়ে দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছিল। আপাতত তাতে স্বস্তি মিলল। এবার দেখা যাক, পিএফ অ্যাকাউন্টে কত টাকা মজুত আছে, তা জানবেন কীভাবে।
কীভাবে ব্যালান্স জানবেন-
কোনও গ্রাহক তাঁর অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা জানতে ইপিএফও-তে সংযুক্ত থাকা মোবাইল নম্বর থেকে 011-22901406-এ মিসড কল দিতে পারেন। এরপরেই ইপিএফও-র থেকে পিএফ-এর বিবরণ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে ইউএএন-এর সঙ্গে প্যান ও আধার লিঙ্ক করা থাকতে হবে।
এছাড়া অনলাইনেও ব্যালান্স চেক করতে পারেন। ব্যালান্স জানা যায় এসএমএস-এর মাধ্যমেও। এক্ষেত্রে পিএফ-এর ব্যালান্স জানতে গ্রাহককে EPFOHO লিখে 77382 99899 নম্বরে পাঠাতে হবে। তারপরেই চলে আসবে তথ্য।
EPFO issues instructions to credit interest of 8.5% for the year 2020-21 into some 25.0 crore accounts of members with EPFO. Check circular here: https://t.co/778pixxyXp
— EPFO (@socialepfo) November 1, 2021
@LabourMinistry @esichq @PIBHindi @PIB_India @FinMinIndia @wootaum