
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার উদ্দেশে উদ্দেশ্যে হুমকি মেল। এই মেলের সূত্র ধরে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। মেইলে দাবি, 'আমার কাছে ২০ কেজি বিস্ফোরক আরডিএক্স আছে। এই বিস্ফোরক দিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করা সম্ভব। আমি সারা দেশে ২৮ ফেব্রুয়ারি স্লিপার সেল সক্রিয় করেছি।' হুমকি দিয়ে পাঠানো ই-মেলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কার্যত অভিযোগ তুলে বলা, 'তাঁর জীবন ধ্বংস করেছে। এমন লোকেদের সঙ্গে যোগাযোগ করেছি যারা এই কাজ করতে পারবে। দেশে বড় বিপর্যয় তৈরি হবে।' এমনটাই সূত্রের খবর।
ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র মুম্বই শাখা ইতিমধ্যে এই হুমকি মেল-কাণ্ডে তদন্তভার হাতে নিয়েছে। সেই মেলে উল্লেখ, 'বড় শহরগুলিতে ২০টি বড় হামলার পরিকল্পনা করা হয়েছে।' এই দাবি বা মেল কতটা বিপজ্জনক, তদন্ত করে দেখছে এনআইএ।
ইতিমধ্যে বৃহস্পতিবার ধারাবাহিক বোমা বিস্ফোরণের পরিকল্পনা-সহ জয়পুর থেকে পুলিশ ১২ কেজি আরডিএক্স বাজেয়াপ্ত করেছে। তবে এই হুমকি মেল প্রসঙ্গে কোন সংস্থার হাত, এখনও সামনে আসেনি। তবে এই হুমকি মেল বা এনআইএ তদন্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কোনও বিবৃতি মেলেনি। সবটাই সূত্রের খবর বলে জানা গিয়েছে।