
একদিকে পরিবহণ জ্বালানির (Petrol-Disel) দামবৃদ্ধি, অপরদিকে রান্নার গ্যাসের দামবৃদ্ধি। এই আবহেই এবার বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) গ্যাসের দাম বাড়ল ২৫০ টাকা। সিলিন্ডারপিছু আড়াইশো টাকা দাম বেড়ে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৩৫১ টাকা। এই প্রসঙ্গে উল্লেখ্য, প্রতি মাস পয়লায় গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করে নির্ধারণ করা হয় দাম।
জানা গিয়েছে, মার্চে এক ধাক্কায় ১০৫ টাকা দামবৃদ্ধির পর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দু’হাজার পেরিয়ে গিয়েছিল। তবে বাড়িতে ব্যবহার করা এলপিজি সিলিন্ডারের দাম আর বাড়েনি। রান্নার গ্যাসের দাম বেড়েছিল দিন কয়েক আগেই। মার্চে শেষবার সিলিন্ডারপ্রতি ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল দাম। বর্তমানে গৃহস্থ রান্নায় ব্যবহৃত ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম প্রায় ৯৫০ টাকা।
অপরদিকে গত ৯ দিনে ১০ বার বেড়েছে পরিবহণ জ্বালানি অর্থাৎ পেট্রোল-ডিজেলের দাম। যদিও শুক্রবার এখনও পর্যন্ত এই জ্বালানির দামবৃদ্ধির সম্ভাবনা নেই বলেই খবর।