
মধ্যবিত্তদের জন্য সুখবর। একধাক্কায় অনেকটা দাম কমছে পেট্রোল-ডিজেলের। পেট্রোলে লিটার প্রতি ৮ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। এতে পেট্রোলে লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ৭ টাকা কমতে পারে। রবিবার থেকে কমবে এই দাম। উজ্জ্বলা যোজনায় গ্যাসের দামে ২০০ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি মিলবে এদিন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। মুদ্রাস্ফীতি রোধে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তাঁরা। এদিন অর্থমন্ত্রী এই সিদ্ধান্তের কথা ট্যুইট করে জানিয়েছে। পাশাপাশি রাজ্যগুলোকে এগিয়ে এসে কর কমানোর আবেদন করেন তিনি।