
সংসদীয় রাজনীতির গত ৩০ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে শতাধিক রাজ্যসভার (Rajya Sabha Election) সাংসদ পেল বিজেপি। বৃহস্পতিবার দেশব্যাপী ১৩টি রাজসভার আসনে ভোটগ্রহণ হয়েছে। সেই ভোটে অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের তিনটি রাজ্যসভা আসনে বিজেপি (BJP) প্রার্থী জিতেছেন। পাশাপাশি হিমাচল প্রদেশেও পদ্মপ্রার্থী জয়লাভ করেছেন। শুধুমাত্র পঞ্জাবে হেরেছেন বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে উল্লেখ্য, ১৩টির মধ্যে ৫টি আসন ছিল বিরোধীদের দখলে, সেই আসনগুলোতে বিজেপি সাংসদ রাজ্যসভার জন্য নির্বাচিত হয়েছেন।
এদিকে, পঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থীরা পাঁচটি রাজ্যসভার আসনেই জয়লাভ করেন। যদিও রাজ্যসভার ওয়েবসাইটে এখনও চূড়ান্ত সাংসদ সংখ্যা নেই। তাও বিজেপি সূত্রে খবর, অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের সাংসদ ধরে পদ্ম শিবিরের এখন রাজ্যসভায় মোট সাংসদ সংখ্যা ১০০। এই ভোটের আগে পর্যন্ত সেই সংখ্যা ছিল ৯৭।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০১৪ সালে যখন প্রথম মোদী সরকার ক্ষমতায় আসে, তখন সংসদের উচ্চকক্ষে বিজেপির সদস্য সংখ্যা ছিল ৫৫। কিন্তু গত ৭ বছরে ধাপে ধাপে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। এর আগে ১৯৯০ সালে শতাধিক সাংসদ সংখ্যা পেয়েছিল কংগ্রেস। সেই সময় হাত শিবিরের সংসদ সংখ্যা ছিল ১০৮। তারপর ধীরে ধীরে একক দল হিসেবে কমেছে সেই সাংসদ সংখ্যা। দেশে জোট রাজনীতির যুগ শুরু হওয়া থেকে মোদী সরকারের প্রথম সময়কাল। দীর্ঘ এই দেড় দশকে ক্রমশ একক দল হিসেবে রাজ্যসভায় ক্ষয়িষ্ণু হয়েছে কংগ্রেস।
জানা গিয়েছে আগামি দিনে, দেশের ৫২টি রাজ্যসভার আসনে ভোট গ্রহণ। কিন্তু সেই রাজ্যে বিজেপি হয় বিরোধী, নয়তো রাজনৈতিক ভাবে দুর্বল। ফলে সেই আসনের অধিকাংশ যাবে আঞ্চলিক শাসক দল কিংবা কংগ্রেসের ঝুলিতে। যে যে রাজ্যে আগামি দিনে রাজ্যসভবার ভোট, সেই তালিকায় আছে অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ড।
তবে আগামি দিনে উত্তর প্রদেশের ১১টি রাজ্যসভা আসনে ভোট গ্রহণ। সেই আসনের মধ্যে অন্তত আটটি আসনে বিজেপির জয় নিশ্চিত। চলতি বছরেই উত্তর প্রদেশ থেকে ১১ জন রাজ্য সভার সাংসদ বিদায় নেবেন। তাঁদের মধ্যে ৫ জন বিজেপি সাংসদ।