
জুলিয়া কার্নির একটি বিখ্যাত কবিতা রয়েছে। সেই কবিতার অন্যতম দুটি লাইন, 'জলের ছোট ছোট ফোঁটা থেকে মহাশক্তিশালী সমুদ্রের সৃষ্টি।' অর্থাৎ বাংলা প্রবাদবাক্য- 'বিন্দু থেকে সিন্ধু'। যার অর্থও অনেকটা একই। আর এই প্রবাদবাক্যকে খনার বচনের মতন পালন করলেন অসমের (Assam Man) এক ব্যক্তি। তবে সেটা খুচরো টাকা জমিয়ে। তাঁর স্বপ্ন ছিল একটি দু'চাকার (Two Wheeler) গাড়ি কিনবেন। যা আর্থিক ভাবে পিছিয়ে থাকা সেই ব্যক্তির কাছে সমুদ্রেরই সমান। কিন্তু তিনি হার না মেনে, প্রতিদিন নিয়ম করে খুচরো টাকা জমিয়ে গেছেন। শেষপর্যন্ত এক বস্তা ভর্তি খুচরো পয়সা জমে যায়। আর সেই বস্তা নিয়েই হাজির হন তাঁর স্বপ্নের দুয়ারে।
তাঁর এই বিস্ময়কর গল্প এখন নেটপাড়ায় ভাইরাল। নেটিজেনদের অনুপ্রেরণা জাগাচ্ছে তাঁর এই জীবনকাহিনী। সম্প্রতি এক ইউটিউবার হীরক জে দাস ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে এই ঘটনাটি প্রকাশ্যে আনেন। তিনি লেখেন, 'স্বপ্নপূরণ করতে অনেক টাকা লাগলেও তা অল্প অল্প করে জমিয়েও পূরণ করা যায়।'
ওই ইউটিউবার একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, ওই ছোট্ট দোকানদার তাঁর স্বপ্নকে পূরণ করার জন্য অর্থের অভাবে বিচলিত হননি। যদিও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি একটি টু-হুইলার কেনার জন্য প্রায় সাত থেকে আট মাস ধরে কিছু খুচরো আলাদা করে রাখছিলেন। যত টাকার প্রয়োজন ছিল সেই টাকা জমে যায়।
তারপর তিনি ওই পয়সা ভর্তি বস্তা নিয়ে হাজির হন বাইকের শো-রুমে। সেখানে কর্মরত সকলে মিলে সেই টাকা গুণতে বসেন। এবং সঠিক টাকা থাকায় তাঁর হাতে বাইকের চাবি তুলে দেন। কাগজপত্রও সই করেন। এবং স্বপ্নকে সাথে নিয়ে বাড়ি ফেরেন। ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারদিকে শোরগোল পড়ে গিয়েছে।