
ম্যাঙ্গো, বাটার স্কচ, চকোলেট ফ্লেভারের আইসক্রিম তো খেয়েছেন, তবে কখনও কি ছোলে ভাটোরে (Chole Bhatore) আইসক্রিম খেয়েছেন? খাওয়া তো দূর, হয়তো এমন নামটাও শোনেননি, তাই তো? তবে এমনই এক উদ্ভট খাবারের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, কীভাবে ছোলে ভাটোরে দিয়ে আইসক্রিম রোল বানানো হচ্ছে। বর্তমানে আইসক্রিম রোল (IceCream Roll) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একাধিকবার দেখা গিয়েছে, বিভিন্ন খাবার দিয়ে আইসক্রিম রোল বানাতে, কিন্তু এবারে দুটো একেবারে ভিন্ন ধরনের খাবারের মিশ্রণে এই আইসক্রিম বানানো হয়েছে। যা দেখে হতবাক নেটাগরিকরা।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আইসক্রিম বানানোর আগে নেওয়া হল ছোলে ভাটোরে। প্রথমে সেটাকে ভালোভাবে কেটে তাতে দেওয়া হল দুধ। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে আইসক্রিম রোল বানানো হল। এখানেই শেষ নয়, এটিকে পরিবেশন করা হল ছোলে, লঙ্কা, পেঁয়াজ দিয়ে। এই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল। এতে প্রায় মিলিয়নের উপরে ভিউ রয়েছে। নেটিজেনরা অনেকেই মজাদার কমেন্ট করেছেন।