
কাশ্মীরে জঙ্গি দমনে বড়সর সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শ্রীনগরের বেমিনা এলাকায় একটি এনকাউন্টারে লস্কর-ই-তৈবা (এলইটি) এর সঙ্গে যুক্ত একজন বিদেশী সহ দুই জঙ্গি নিহত হয়েছে। অমরনাথ যাত্রায় নাশকতার উদ্দেশ্যে জম্মু কাশ্মীরে ঢোকা দুই লস্কর জঙ্গিকে হত্যা করল পুলিস। সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। একটি টুইট বার্তায়, কাশ্মীর জোন পুলিস, কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বিজয় কুমারকে উদ্ধৃত করে জানিয়েছে, "নিষিদ্ধ সংগঠন এলইটি-এর দুই জঙ্গি শ্রীনগরের বেমিনা এলাকায় শ্রীনগর পুলিসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। একজন পুলিস সদস্যও সামান্য আঘাত পেয়েছেন।" তিনি আরও বলেছিলেন যে নিহতদের মধ্যে একজনকে পাকিস্তানের ফয়সালাবাদ থেকে আবদুল্লাহ গৌজরি নামে চিহ্নিত করা হয়েছে, এটিকে একটি বড় সাফল্য বলে অভিহিত করা হয়েছে। আইজিপি কাশ্মীর আরও বলেছেন যে, " অমরনাথ যাত্রায় হামলার উদ্দেশ্য নিয়ে হ্যান্ডলাররা তাদের পাঠিয়েছিল। দুজন একই গ্রুপ, যারা সোপোর বন্দুকযুদ্ধ থেকে পালিয়েছিল। আমরা তাদের গতিবিধির উপর নজর রাখছি।" কাশ্মীর জোন পুলিস টুইট উদ্ধৃত করে জানিয়েছে।
অন্য একজন নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হওয়া নথি অনুসারে, তাকে অনন্তনাগ জেলার আদিল হুসেন মীর ওরফে সুফিয়ান ওরফে মুসাব হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুলিস রেকর্ড অনুসারে, তিনি ২০১৮ সালে ওয়াঘা থেকে ভিজিট ভিসায় পাকিস্তান পাড়ি দিয়েছিলেন, জানান আইজিপি কাশ্মীর।
সন্ত্রাসীদের কাছ থেকে ২ টি AK-47 রাইফেল, ১০ টি ম্যাগজিন, লাইভ রাউন্ড, Y-SMS ডিভাইস, ম্যাট্রিক্স শীট, পাকিস্তানি ওষুধ এবং অন্যান্য অপরাধমূলক উপাদান সহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।