
বাংলার সেই চির পরিচিত প্রবাদবাক্য যেন অক্ষরে অক্ষরে মিলে গেল জি ২০-র মঞ্চে। 'যে রাঁধে, সে চুলও বাঁধে'। রাজনৈতিক মঞ্চ, গুরুগম্ভীর আলোচনা হবে, তা বলে সদস্যরা নিজেদের সাজপোশাকে মন দেবেন না, তেমনটা কিন্তু নয় একেবারেই। জি ২০-র মঞ্চে নজর কাড়ল বেশ কয়েকজন সদস্যের ফ্যাশন ট্রেন্ড। সবচেয়ে বেশি করে বলতে হয় ইতালির প্রাইম মিনিস্টার জর্জিনা মেলোনি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএমএফ চিফ ক্রিস্টালিনা জর্জিয়েভার কথা।
ইটালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুঁদে রাজনীতিবিদ তো বটেই, তবে তিনি একই সঙ্গে মেধা ও সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধনের উদাহরণ। বিউটি উইথ ব্রেন বলতে যা বোঝায়, তিনি ঠিক তাই। নীল স্যুটে ক্লাসি লুকে নজর কাড়লেন জর্জিয়া। সঙ্গে কালো হিলস। তাঁর ফ্যাশন সেন্স অবশ্য বরাবরই প্রশংসনীয়।
পড়শি দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাড়িও সকলের নজর কেড়েছে। গোলাপী রঙের ঢাকাই জামদানির সঙ্গে হাসিনা পরেছেন গোলাপী ফুলস্লিভ ব্লাউজ। গলায় সাদা মুক্তোর মালা, হাতে সোনার চুড়ি। জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের শিল্পীরা নিজের হাতে বানান এই শাড়ি। এই শাড়ি অত্যন্ত দামী তো বটেই, সঙ্গে মিশে থাকে বয়নশিল্পীদের শ্রম, মেধা, ভালোবাসা।
আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভাকে দারুণ লাগছে। কালো প্যান্টের উপর সবজে শেডের লম্বা জ্যাকেট পরে এসেছেন তিনি। সঙ্গে কালো জুতো এবং গলায় সোনার চেন। জর্জিয়েভা দিল্লি বিমানবন্দরে নামার পর ভারতীয় শিল্পীদের লোকসঙ্গীতের সঞ্চে নাচ করতে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি৷ বাজনার তালে তালে পা মেলাতে শুরু করেন নিজেই।