
সারা দেশজুড়ে আগমন হয়েছে বর্ষার। কিন্তু দিল্লিতে তেমন দেখা নেই বৃষ্টির। ফলে সেপ্টেম্বরেও তীব্র দাবদাহে পুড়ছে রাজধানী। সূত্রের খবর, সোমবার দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সফদরগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা দীর্ঘ ৮৫ বছর পর সেপ্টেম্বরের সবচেয়ে উষ্ণতম দিন ছিল।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এর আগে ১৯৩৮ সালে ১৬ সেপ্টেম্বর দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। সেপ্টেম্বরে সেই রেকর্ড মাত্রা উষ্ণতার পর এবারে ২০২৩ সালে এমন উষ্ণতম দিন দেখল রাজধানীর মানুষ। তবে এর নেপথ্যে কী এমন কারণ রয়েছে, তা নিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, অপর্যাপ্ত বৃষ্টি এবং দুর্বল মৌসুমী বায়ুই এমন তীব্র তাপের জন্য দায়ী।
আবহবিদরা আরও জানিয়েছেন, অগাস্টে দিল্লিতে প্রচুর বৃষ্টি হলেও এ বার ৬১ শতাংশ ঘাটতি ছিল। সেপ্টেম্বরেও এখনও পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি রাজধানীতে। ৪ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩২.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে আবহাওয়ার খুব বেশি উন্নতি হবে না।