
ফের কাশ্মীরে (Kashmir) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। এবার দুর্ঘটনাস্থল কিশ্তওয়াড়। সেখানকার গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু (Death) হয়েছে অন্তত ছ’জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চার জন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কীভাবে দুর্ঘটনা ঘটে তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায়। জানা গিয়েছে, ওই গাড়িতে ছিলেন দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী। বাঁধ প্রকল্প এলাকার কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় গভীর খাদে। দুর্ঘটনার কথা জানিয়ে কিশ্তওয়াড় পুলিস জানিয়েছে, একটি যাত্রীবোঝাই গাড়ি খাদে পড়ে গিয়েছে। ওই কর্মীদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, কিশ্তওয়াড় এলাকা দুর্ঘটনাপ্রবণ। এর আগেও এই এলাকায় একাধিকবার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।