
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সত্যাগ্রহ আন্দোলন হিসেবে গ্রহণ করা হলেও, মঙ্গলবার দিনশেষে তা আর সত্যাগ্রহ বলা চলে না। একদিকে যেমন সোমবার রাজঘাটে, দিল্লি পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের তাড়া খায় তৃণমূল, অন্যদিকে মঙ্গলবার কৃষিভবনে অবস্থান বিক্ষোভ করতে গিয়ে ফের দিল্লি পুলিশের হেনস্তার মুখে তৃণমূল উচ্চ নেতৃত্ব সহ সংসদরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন বলে অবস্থান বিক্ষোভে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল সাংসদরা।
এরই পাল্টা ওই বিক্ষোভ তুলতে এলে পুলিশ রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত তৃণমূল নেতৃত্বকে টেনে-হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে আটক করে। প্রায় দু'ঘণ্টা পর ওই সংসদের মুখার্জিনগর থানা থেকে ছেড়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এর পরেই পাল্টা গর্জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। থানা থেকে বেরিয়েই দিল্লিতে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দেন অভিষেক। বৃহস্পতিবার বেলা ৩টের সময় রাজভবন অভিযানের কথা ঘোষণা করেন তিনি।
থানা থেকে বেরিয়ে অভিষেক আরও বলেন, 'কৃষি ভবনে ঢোকার পর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন তিনি ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না। বার বার অনুরোধ করা সত্ত্বেও তিনি সেই অনুরোধ রাখেননি। আমরা সন্তানহারাদের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করলেও তিনি রাজি হননি।' অভিষেক আরও বলেন, 'বেশ খানিকক্ষণ বসে থাকার পর আমরা জানতে পারি মন্ত্রী আমাদের সঙ্গে দেখা করবেন না। তিনি বেরিয়ে গিয়েছেন। সন্তানহারাদের সঙ্গে দেখা না করে পালিয়ে গেলেন মন্ত্রী।'