
টাকার বিনিময়ে সদ্যোজাত শিশুকে অন্যের কাছে বিক্রি করে দিলেন মা। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) চতরা জেলায়। শিশু বিক্রির খবর পেয়ে তদন্তে নামে পুলিস (Police)। বৃহস্পতিবার এই ঘটনায় জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিস। জানা গিয়েছে, অভিযুক্তর নাম আশা দেবী। তিনি এক শিশুপুত্রের জন্ম দেন। প্রসবের পরেই তিনি পুত্র সন্তানকে অন্যের হাতে তুলে দেন ১ লক্ষ টাকার বিনিময়ে।
পুলিস জানায়, উদ্ধার করা হয়েছে শিশুকে। প্রথমেই অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়। পরে তাঁর কাছ থেকেই ডিম্পল দেবী নামে অন্য এক মহিলার সন্ধান পাওয়া যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বাকি ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।
সাব-ডিভিশনাল পুলিস অফিসার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বোকারো থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহারের হাজারিবাগের এক যুগলের সঙ্গে শিশুটি কেনার জন্য সাড়ে চার লক্ষ টাকায় চুক্তি হয়েছিল। ১ লক্ষ টাকা শিশুটির মাকে দেওয়া হয়েছিল এবং বাকি টাকা ভাগ হয়েছিল অন্য অভিযুক্তর মধ্যে।