
বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিসের এসটিএফ (STF)। জঙ্গি যোগের অভিযোগে মুম্বইয়ের নির্মল নগর থেকে গ্রেফতার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) দুই বাসিন্দা। ধৃতরা, সাদ্দাম হোসেন খান এবং সমীর হোসেন। পুলিস সূত্রে খবর, দু'জনকেই বানিজ্য নগর থেকে গ্রেফতার করে রাজ্য পুলিসের এসটিএফ এবং মুম্বই পুলিস। এই দু'জনের সঙ্গে জিহাদি জঙ্গিদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। ঘটনায় মুম্বই পুলিসের সহযোগিতায় রাজ্য পুলিসের এসটিএফ গ্রেফতার করেছে তাদের।
আজ সকালে ডায়মন্ড হারবার থানা এলাকার চাঁদনগর-দেউলপোতার বছর ৩০-এর সামির হোসেন শেখকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধৃত বছর ৩৪ এর সাদ্দাম হোসেন খান আব্দুলপুরের বাসিন্দা। নিষিদ্ধ জেহাদি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং অত্যন্ত উগ্রবাদী গোপন কার্যকলাপের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে। উভয়কেই তদন্তের জন্য আদালতে পাঠানো হয়েছে।