
শহরজুড়ে আজ প্রেমের মরশুম। প্যারিস থেকে পাটনা, কার্সিয়াং থেকে কলকাতায় উদযাপিত ভ্যালেন্টাইনস ডে (Valentines Day)। যুগলদের প্রেম দিবস উদযাপনের মধ্যেই অন্য ভালোবাসার গল্প দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে (Gariahat Story)।'ফুটপাথে ফুটে উঠুক বাচ্চাদের ভালোবাসা।' এভাবেই ভ্যালেন্টাইনস ডে উদযাপন গড়িয়াহাট ব্রিজের নিচে। নেপথ্যে 'সৃষ্টি ডান্স অকাদেমি' এবং তাঁর কর্ণধার ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। ফুটপাথের শিশুদের সঙ্গে প্রেমের দিন উদযাপন সৃষ্টি ডান্স অকাদেমির। মানবিক এই উদ্যোগে শরিক ছিলেন ছোট পর্দার পরিচিত মুখ তৃণা সাহা।
গড়িয়াহাট ব্রিজের নিচে থাকা গৌতম গায়েন নামে এক গিটার বাদকের সদ্যোজাত সন্তানের নামকরণ করা হয় এই অনুষ্ঠানে। জানা গিয়েছে, ২১ মাসের সেই খুদের নামকরণ করা হয়েছে ভ্যালেন্টাইন। এই অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি পথশিশুদের নতুন জামা উপহার দেওয়া হয়। এ প্রসঙ্গে উল্লেখ্য, গৌতম গায়েনের ফুটপাথে গিটার বাজিয়ে উপার্জন। কিন্তু অভিযোগ, প্রশাসনের দৌরাত্ম্যে তাঁর গিটার ভেঙে যায়। ফলে উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় অথৈ জলে পড়েন তিনি। তখন দ্বারস্থ হয়েছিলেন ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়ের।
এই প্রসঙ্গে সৃষ্টি ডান্স অকাডেমির কর্ণধার তথা নৃত্যশিল্পী ইন্দ্রাণী দেবী জানান, 'গৌতম গায়েন এবং চন্দ্রিমা গায়েনের খুদে সন্তানকে নিয়ে ভ্যালেন্টাইনস ডে উদযাপন। গিটার বাজিয়ে সংসার চালাতেন গৌতম। কিন্তু প্রশাসনের দৌরাত্ম্যে তাঁর গিটার ভেঙে যাওয়ায়, তিনি অথৈ জলে পড়েন। তখন আমার কাছে নতুন গিটারের আবদার করলে আমি ওর আবদার বিবেচনার কথা বলি। কারণ ভালবাসার দিন মানেই শুধু প্রেমিক-প্রেমিকা নয়। আমার কাছে ভালবাসা মানে ফুটপাথে ফুটে উঠুক বাচ্চাদের ভালোবাসা। আমার এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিচিত মুখ তৃণা সাহা এবং নীল ভট্টাচার্য।'
এই অনুষ্ঠান প্রসঙ্গে গৌতম গায়েন জানান, 'পুরসভার যখন অভিযান হয় তখন আমি কী করব বুঝতে না পেরে হাত থেকে পড়ে গিটার ভেঙে যায়। তখন দিদিকে হাতের কাছে পেয়ে আমার আবদার রাখি। দিদি আমার আবদার রেখেছেন এবং আমার বাচ্চার নামকরণ করেছেন।'
মানবিক এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ছোট পর্দার অভিনেত্রী তৃণা সাহা বলেন, 'ইন্দ্রাণী দির এই অনুষ্ঠানের অংশ হয়ে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। উনি এই ধরনের কাজ প্রচুর করে থাকেন। আমরা থাকার চেষ্টা করি সেই কাজে।'