
ফের শহরে বেপরোয়া বাস। এবার সরকারি বাসের (Bus) ধাক্কায় (Accident) আহত (Injured) বিবাদীবাগে কর্মরত তিন মেট্রো কর্মী। বুধবার সাতসকালে ডালহৌসিতে (Dalhousie) ঘটে এই দুর্ঘটনাটি। ঘটনায় জেরে গুরুতর জখম হন মেট্রোর তিন কর্মী। তাঁদের এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সরকারি বাসটি। এরফলে বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুমটি। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর যাওয়ার পথে, নির্মীয়মান মহাকরণ মেট্রো স্টেশনের কাছে বাঁক নেওয়ার সময়ই বিবাদীবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে এস-৩এ রুটের সরকারি বাসটি। দুর্ঘটনার পরেই বাস ফেলে পালিয়ে যান চালক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াভাবে ছুটছিল বাসটি। সম্ভবত সেই কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যার জেরেই এমন ঘটনা।