
ভরসন্ধ্যায় বোমা (bomb) বিস্ফোরণ। আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি মহেশতলা (Mahestala) পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের শ্যামপুর (shyampur) শেখপাড়া এলাকার।
স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যাবেলায় আবর্জনার স্তূপের পাশে খেলা করছিল কয়েকজন নাবালক। এরপর হঠাত্ই সেই স্তূপের মধ্যে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয়ে আহত (injured) হয় এক নাবালক। আহত নাবালককে এলাকার মানুষ উদ্ধার করে প্রথমে মহেশতলা পুর-হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পরই প্রশ্ন উঠছে, কীভাবে ওই আবর্জনার স্তূপের মধ্যে বোমা এল? কারাই বা রেখে গেল? আজ সকালবেলায় মহেশতলা ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন অধিকারীর সহযোগিতায় আবর্জনার স্তূপ পরিষ্কার করার কাজ শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানা পুলিস।