
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে গ্রেফতার হওয়া তিনজনকে ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। শুনানি চলাকালীন সরকারি আইনজীবী বলেন, অভিযুক্তরা অপরাধী হিসেবে সফল কিন্তু তাঁরা প্রত্যেকেই ব্যর্থ অভিনেতা।
যাদবপুরের ঘটনায় শুক্রবার রাতে ২ প্রাক্তন ছাত্র এবং এক বর্তমান ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দিন তাঁরা মেইন হস্টেলের এ২ ব্লকের ১০৪ নম্বর ঘরেই ছিলেন। যদিও ধৃতদের পরিবারের দাবি, ওই ছাত্রদের ফাঁসানো হয়েছে।
প্রথম থেকেই অভিযুক্তদের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। আদালতে তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে ধৃতরা জড়িত থাকলেও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু যখন তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় তখন আসল ঘটনা প্রকাশ করছেন তাঁরা। এমনকি ঘটনার পুনর্নিমাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হলেও তাঁরা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন।
এনিয়ে যাদবপুরের ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে যাঁদের গ্রেফতার করা হয় তাঁদের নাম শেখ নাসিম আখতার হিমাংশু কর্মকার, শতব্রত রাই। ১৩ জনের মধ্যে অনেকেই প্রাক্তন ছাত্র রয়েছে। এখন প্রশ্ন উঠছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পাশ করে যাওয়ার পরেও কেন তাঁরা হস্টেলে থাকতেন। এবং এখানেই হস্টেল কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন অনেকেই।