
গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল (Procession) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাড়ায় করা যাবে না, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এমনকি, ওই মিছিল কালীঘাট থানার আগে শেষ করতে হবে বলেও নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
বুধবার সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত এই মিছিল করার অনুমতি চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বাতিল করে অন্য রাস্তা দিয়ে মিছিল নিয়ে যেতে বলেছে চাকরিপ্রার্থীদের।
হ্যারিকেন হাতে চাকরিপ্রার্থীদের মিছিলের কর্মসূচিতে এর শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। মঙ্গলবার বিকেলে ওই মামলা শুনানির জন্য ওঠে। সেখানেই দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, হরিশ মুখার্জি রোডের বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে যেতে পারবেন আশুতোষ মুখার্জি রোড ধরে। আর কালীঘাট থানার আগে ব্যারিকেডেই থামাতে হবে মিছিল।
হ্যারিকেন হাতে ওই মিছিলের সন্ধ্যায় করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সময়ও বদলে দিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মিছিল দুপুর ১২টায় শুরু করে শেষ করতে হবে বিকেল ৪টের মধ্যে।