
নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা (Accident) মারলো বাস। ঘটনায় কোন হতাহত না হলেও আহত (Injured) হয়েছেন মোট ৫ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে সল্টলেক (Saltlake) বিকাশ ভবনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিস এবং বিধাননগর ট্রাফিক গার্ডের পুলিস (Police) আধিকারিকেরা। পুলিস আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য। যদিও এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিস। এমনকি ঠিক কি কারণে এই ঘটনাটি ঘটলো তাও খতিয়ে দেখছে পুলিস। ঘটনায় বেশ আতঙ্কিত বাসের বাকি যাত্রীরা।
সূত্রের খবর, রবিবার লেকটাউন বাঙ্গুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল কেবি ১৬ রুটের একটি বাস। ঠিক সেই সময় বিকাশ ভবনের সামনে মেট্রো স্টেশনের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। বাসের মধ্যে ছিল মোট ২০ জন যাত্রী, তার মধ্যে ৫ জন যাত্রী আহত হয়েছেন।