
জঙ্গি মুসার ছোড়া মগের অভিঘাতে পড়ে গিয়ে আঘাত পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Parth Chatterjee)। তাঁর মুখ, বুক এবং শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। ঘটনার পর জেল হাসপাতালে (Jail Hospital) তাঁর চিকিৎসা হয়েছে। শনিবারের এই ঘটনার পর বুধবার এসএসকেএম-র (SSKM) চিকিৎসকদের একটি দল গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে আসে। এখন স্থিতিশীল আছেন পার্থবাবু।
জানা গিয়েছে, তিন দিন আগে বিকেলে লক আপে বন্দিদের ঢোকানোর সময় পার্থবাবুকে বারবার ঢুকতে অনুরোধ করেন সেন্ট্রি। প্রাক্তন শিক্ষামন্ত্রী ঢুকতে দেরি করছিলেন। সেই সময় একই জেলে বন্দি জঙ্গি মুসা পার্থ চট্টোপাধ্যায়ের দিকে মগ ছোড়েন। সেই অভিঘাতে টাল সামলাতে না পেরে পড়ে যান পার্থবাবু। ঠোঁটে চোট পান। এই ঘটনার পর শাস্তিমূলক ব্যবস্থাস্বরূপ মুসাকে অন্য জায়গায় সরিয়েছে কারা কর্তৃপক্ষ। এমনটাই জেল সূত্রে খবর।
জানা গিয়েছে, ২২ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। ৭ নম্বর ওয়ার্ডে থাকতো জঙ্গি মুসা। জেল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।