
মঙ্গলবার বিকালে রাজভবনে (Raj Vaban) গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিকাল ৫টা নাগাদ রাজভবনে ঢুকতে দেখা যায় তাঁকে। তবে কী কারণে সৌরভ রাজভবনে গিয়েছেন তা জানা যায়নি। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, বাটানগরে সৌরভের জমির দখলদারি নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ, স্থানীয় নেতাদের মদতে কয়েকজন দুষ্কৃতী ওই জমি দখল নেওয়ার চেষ্টা করছে। সেই বিষয়ে সমাধানের জন্যই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বলে খবর।
এদিকে আজই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উপস্থিতিতে এনসিসি প্রতিনিধিরা প্যারেড করে ওই অনুষ্ঠানের সূচনা করেন। যদিও রাজভবনে ওই অনুষ্ঠানে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।