
ইডির (ED) তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছলেন অভিষের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। তার প্রায় দেড় ঘণ্টা পর অর্থাৎ সাড়ে ১২টা নাগাদ তাঁর কালো গাড়ি ঢুকল ইডি দফতরে। এদিকে, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে দুই ইডির আধিকারিক সিজিও কমপ্লেক্সে এসেছেন। দিল্লি থেকে আসা এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও।
বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিসি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। ইডি দফতরের বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, এদিন, বেলা ১২টা ৫ মিনিটে বাড়ি থেকে বের হন রুজিরা। বেলা ১২টা ৩০মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।
সম্প্রতি, বিদেশযাত্রার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকে দেওয়া হয়। দুবাইগামী বিমানে দুই সন্তান-সহ রুজিরাকে উঠতে বাধা দেওয়া হয়। এরপরই তাঁকে তলব করে ইডি। ইডি সূত্রে খবর, কলকাতার একাধিক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রুজিরা। সেই সংস্থার সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। ইডি সূত্রে খবর, একাধিক নথি পরীক্ষা করতে গিয়ে অভিষেক জায়ার নাাম প্রকাশ্যে আসে।