
ফের একবার জামিনের আবেদন খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে আলিপুর কোর্টের নির্দেশে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। ১২ ডিসেম্বর অবধি জেলেই থাকছেন পার্থ, সুবীরেশ-সহ এসএসসি-কাণ্ডে ধৃত ৭ জন। যদিও সোমবারও এসএসসি-কাণ্ডের তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আলিপুর কোর্টের বিচারক।
আলিপুর আদালতের সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে প্রশ্ন, ধৃতদের জামিন দিলে আপনার অসুবিধা হবে কি? তদন্ত এখনও শেষ হল না কেন? একটা ভুল গ্রেফতারি হলে তার দায়ভার কে নেবে? যদিও সোমবার অসুস্থতার যুক্তি দেখিয়ে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী বলেন, 'আমার মক্কেলের নাম এফআইআর-এ নেই। সন্দেহভাজন হিসেবে নাম নেই। তাও আমাকে গ্রেফতার করা হয়েছে। ৭৫ দিন পরেও এফআইআর-এ নাম নেই, এখন কোন অবস্থায় রয়েছে এই তদন্ত?'
যদি এসপি সিনহা কিছু করে থাকে সেটা তার ব্যাপার। ট্রায়াল ফেস করার জন্য জামিন চাইছি। এই আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া অবৈধ হতে সেটা আমার মক্কেলের দায় নয়। সিবিআই কল্পনার জগতে বাস করছে।
এদিকে, সোমবার জেল থেকে কোর্টে যাওয়ার পথে পার্থ চট্টোপাধ্যায়কে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। রাজ্যের শাসক দলের একদা সেকেন্ড ইন কমান্ডের জবাব, 'তৃণমূল জিতবে তৃণমূল।'