
পুজোর মুখে রাজ্যে (Bengal) উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। জুন মাস থেকেই রাজ্যে ডেঙ্গির গ্রাফ ঊর্ধ্বমুখী। যা স্বাভাবিকভাবেই চিন্তার কারণ রাজ্যবাসী ও স্বাস্থ্য দফতরের কাছে।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, এখনও অবধি রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ৭০৯ জন। জুন মাস থেকে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুন মাসেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬২৪ জন। জুলাই মাসে এক লাফে সেই সংখ্যা ৩৭৭৮ জন। আর অগাস্ট মাস নাগাদ ১৫ হাজার ৬৭২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়। কেবল কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫০০ জন।
অসমর্থিত সূত্রে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। তবে সরকারি মতে, মৃত্যু হয়েছে ৩ জনের। পুজোর আগে পুরসভার এলাকাগুলিতে জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে বিভিন্ন পুরসভাগুলো।