
অরেঞ্জ লাইন মেট্রো বা নিউ গড়িয়া-রুবি মেট্রো (New Garia-Ruby) কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেত পেল। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো (Kolkata Metro) স্টেশন। কিছুদিন আগেই এই মেট্রো পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। জানা গিয়েছে, চলতি মাসেই এই রুটে মেট্রো চলাচল চালু হবে।
গত বছরেই চালু হয়েছে জোকা-তারাতলা মেট্রো। এবার নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু হলে অনেক উপকৃত হবেন দক্ষিণ শহরতলির নিত্যযাত্রীরা। সোনারপুর এবং বারুইপুরের মতো জায়গা থেকে থেকে আরও কাছে চলে আসবে সেক্টর ফাইভ এবং নিউটাউন। এখন শহরের নিত্যযাত্রীরা অপেক্ষায় ঠিক কবে থেকে এই রুটে চলবে মেট্রো। কলকাতা মেট্রো সূত্রে খবর, অরেঞ্জ লাইনে আপাতত জোকা-তারাতলা পার্পল লাইনের ধাঁচে পরিষেবা মিলবে। অর্থাৎ মানে এক রেক, এক প্ল্যাটফর্ম পরিষেবা।