
কলকাতায় একাদশ শ্রেণির ছাত্রকে অপহরণের কিনারা করল পুলিশ। দুপুর সাড়ে তিনটে নাগাদ লেক থানা এলাকার সেলিমপুরের কাছে স্কুলের সামনে থেকে এক ছাত্রকে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে কলকাতা পুলিশ কসবা থেকে ওই অপহৃত যুবককে উদ্ধার করে। সহপাঠী উত্যক্ত করে এই অভিযোগ জানিয়েছিল বোন। বোনের কথাতেই ওই ছাত্রকে ‘সবক’ শেখাতে কিশোরীর দাদা এই কাণ্ড ঘটান বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ সেলিমপুরের একটি ইংরেজি মাধ্যমের সামনে অপহরণের ঘটনা ঘটে। ওই অপহৃত ছাত্রের সহপাঠীরা জানাচ্ছেন, স্কুল থেকে বেরনোর সময় তাকে ঘিরে ধরে প্রায় ১০ থেকে ১২ জন। তারা বাইক নিয়ে এসেছিল বলে জানা গিয়েছে। এরপর ওই ছাত্রকে মারধর করে টেনে-হিঁচড়ে বাইকে তুলে সেখান থেকে তারা চম্পট দেয় বলে অভিযোগ।