
পর্ষদ সভাপতিকে কড়া ভাষায় সতর্ক করল কলকাতা হাইকোর্টের (High court) বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। শুক্রবার বিচারপতি বলেন, 'মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না।' আজ শুক্রবার পর্ষদ সভাপতির হাজিরা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। টেট সার্টিফিকেট দিতে দেরি হচ্ছে কেনো? সেই জন্য শুক্রবার, পর্ষদ সভাপতি গৌতম পালকে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুক্রবার পর্ষদ সভাপতি আদালতে জানায়, '২০১৪-র টেট সার্টিফিকেট দিতে প্রচুর অর্থ খরচ হতে পারে।'
সে প্রশ্নের উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রাখতে পারছেন, আর এটুকু খরচ করতে সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের টেট সার্টিফিকেট দিয়ে দিন।' পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও মন্তব্য করেন, 'মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না।' যদিও এবিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল কোনও প্রতিক্রিয়া দেননি।