
রাজ্যের পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও তৎপর হল কেন্দ্রীয় সংস্থা ইডি (ED)। মঙ্গলবার জানা গিয়েছে, কোন পুরসভায় (Municiplity) কত নিয়োগ হয়েছে, তা বিস্তারিত জানতে রাজ্যের পুর ও নগরোয়ন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) দফতরকে চিঠি পাঠানো হয়েছে। মূলত, সল্টলেক থেকে গ্রেফতার প্রমোটার অয়ন শীলকে জেরা করে এই ব্যাপারে অনেক তথ্য তাদের হাতে এসেছে বলেই দাবি ইডির। এই মামলায় ইতিমধ্যে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই।
সম্প্রতি স্কুল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল প্রমোটার অয়ন শীলকে। তাঁকে জেরা করেই মূলত উঠে এসেছিল পুরসভায় নিয়োগে গড়মিলের তথ্য। কাঁচরাপাড়া, টাকি, দক্ষিণ দমদম, হালিশহর, বরাহনগর-সহ বহু পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অয়ন জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে ইডির তরফে।
নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অয়ন ৩৫-৪০ কোটি টাকা তুলেছেন বলে ইডি সূত্রে খবর। বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।